আজ রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

বিএনপিকে আওয়ামীলীগ ভয় পায়-প্রিন্স

প্রকাশিতঃ ৬:২৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৪ বার

স্টাফ রিপোর্টার: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদ মোকাবিলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপি জনগণের প্রাণ ভ্রোমড়া।এ কারণেই জনগণ ও বিএনপিকে আওয়ামী লীগ ভয় পায়।এজন্যই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না এবং জনগণকে অধিকার হারা করে হত্যা,গুম,দমন,নিপীড়ন করে বিএনপিকে ধ্বংস করতে চায় ।
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন ।গণ সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিত ছিলেন।

সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,বেগম খালেদা জিয়া ,তারেক রহমানের যোগ্য,বলিষ্ঠ এবং হিরন্ময় নেতৃত্বে বিএনপি অজেয় জাতীয়তাবাদী শক্তিতে পরিণত হয়েছে। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। তিনি বলেন, বিএনপির হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র ,সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা ,জনগণের অধিকার প্রতিষ্ঠা পেয়ছে।আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে একে একে তা নস্যাৎ করছে। তিনি দেশ ও জনগণের এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে এক দফার আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নেতৃত্বেই ইনশাআল্লাহ গণতন্ত্র ও
জনগণের ভোটের অধিকার পূন:প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগ বাংলাদেশের অপ রাজনীতির হোতা উল্লেখ করে বলেন, দুর্নীতি ,লুটপাট করে ,গণতন্ত্র হরণ করে তারা গণ শত্রুতে পরিণত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আরফান আলী,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ও কাজিম উদ্দিন, আলী আশরাফ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই ও মিজানুর রহমান ,আলমগীর আলম বিপ্লব ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ ,সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,সহ সভানেত্রী মনোয়ারা বেগম ,জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি,জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম ,জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন ,জাসাস আহ্বায়ক রাশেদ আমিন,উপজেলা জাসাস আহ্বায়ক রাশেদ আমিন,সদস্য সচিব ফয়জুর রহমান,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,সদস্য সচিব আলী আজগর,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন ।
ধোবাউড়া উপজেলা বিএনপির আলোচনা সভা

বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আজ সকালে ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রশাসনের প্রতি দমন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ডুবন্ত সরকারের অন্যায় নির্দেশ মান্য করতে গিয়ে আপনারা জনগণের অধিকার হরণ করবেন না ।
তিনি ধোবাউড়ায় ব্যাপক দমন নিপীড়নের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান ।তিনি বাঘবেড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ঘোষগাও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন, গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা ,ওলামা দল নেতা আলী আজগর,যুবদল নেতা মাসুদের নি:শর্ত মুক্তি জানিয়ে বলেন, গ্রাম গন্জের নিরীহ নেতাকর্মীদের মিথ্যা মামলা আটক করে চলমান আন্দোলন দমন করা যাবে না।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক,মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন,বিএনপি নেতা আজহারুল হক,হাবিবুর রহমান হাবিব,সোলায়মান সরকার,ওয়াহেদ তালুকদার,আবদুল কুদ্দুস,
গাজীউর রহমান গাজী,আবদুস শহিদ,রফিকুল ইসলাম,শাজাহান মেম্বার,মাহবুবুল আলম ববুল,আবু সিদ্দিক,ফরিদ আল রাজি কমল,ওয়াজেদ আলী মাস্টার,আবদুল মতিন,রুহুল আমিন,
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার,যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি,সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ,সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ,কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন ,তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ,ওলামা দল নেতা মওলানা হাবিবুর রহমান,কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল,সদস্য সচিব কাসুম উদ্দিন।

গ্রেফতারকৃত ছাত্রনেতার বাড়িতে প্রিন্স:-
আলোচনা সভার পর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতরাতে গ্রেফতারকৃত ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা জনির বাবা,মার সাথে পূর্ব গামারীতলা গ্রামে তাদের বাড়িতে
সাক্ষাৎ করেন এবং তাদেরকে সমবেদনা জানান।

Shares