প্যাথলজি পরিচালনায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে-পৌর মেয়র খুররম
প্রকাশিতঃ ৩:০৭ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫০ বার

ওমর ফারুক সুমনঃ প্যাথলজি পরিচালনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সরকারী নীতিমালা রয়েছে, আর সেক্ষেত্রে নীতিমালা মেনে মান বজায় রেখে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। শুক্রবার সন্ধায় ময়মনসিংহের হালুয়াঘাটে নিউ সীমান্ত প্যাথলি এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার উদ্ভোধনকালে এ মন্তব্য করেন পৌর মেয়র খাইরুল আলম ভুঁঞা খুররম।তিনি বলেন প্যাথলজি যেনো মান বজায় রেখে সেবা দেয় তার জন্যে পৌরসভা সার্বক্ষনিক মনিটরিং করে থাকে। তিনি সীমান্ত প্যাথলজির পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে ভালো ও দক্ষ চিকিৎসকের বিকল্প নেই। তাই ভালো দক্ষ চিকিৎসক এনে চিকিৎসা সেবা দেওয়ারও পরামর্শ দেন।এ সময় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আনোয়ারুল কাদির সোহেল, এডভোকেট মাসুদ তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ##