বাউফল উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক কমিটি ঘোষণা
প্রকাশিতঃ ৮:৩৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৫৩ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর শাখার সেচ্ছাসেবক দলের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেচ্ছাসেবক দলের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মশিউর খান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন স্বাক্ষরিত এ কমিটি শনিবার রাতে ঘোষণা করা হয়। ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ খলিলুর রহমানকে উপজেলা শাখার আহব্বায়ক ও মোঃ নাঈম শিকদার তারেককে সদস্য সচিব এবং মোঃ আশরাফ সরদারকে পৌর শাখার আহব্বায়ক ও মোঃ শাহজাহানকে সদস্য সচিব করা হয়েছে। নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।
এ ব্যাপারে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার বলেন, উপজেলা পর্যায়ের যে কোন কমিটি গঠনে আমার মতামত গ্রহনের কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্বেও সর্বক্ষেত্রে তা উপেক্ষিত হয়ে আসছে।