বন্যাকবলিত কেরালায় দশ দিনে ৫১৬ কোটি টাকার মদ বিক্রি!
প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৩২ বার

আর্ন্তজাতিক ডেস্ক:শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক বন্যায় বিপর্যস্ত ভারতের কেরালা রাজ্য। কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের মধ্যেও মদ বিক্রিতে এতটুকুও ভাটা পড়েনি বন্যাবিধ্বস্ত রাজ্য কেরালায়। গত ১০ দিনে ৫১৬ কোটি টাকার মদ বিক্রি হয়েছে দক্ষিণের এই রাজ্যে।
কেরালা স্টেট বেভারেজ কর্পোরেশনের (বাভকো) পরিসংখ্যানে প্রকাশিত তথ্য বলছে, ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫১৬ কোটি টাকার মদ ও বিয়ার বিক্রি হয়েছে কেরালায়।
প্রসঙ্গত, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ভারতীয় পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ৩২২ জনের মৃত্যু হয়েছে কেরেলায়। আর ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৩.২৬ লাখ বানভাসী মানুষ। অবশ্য ভয়াবহ এই বন্যায় দেশটির সরকার ছাড়াও বন্যায় আক্রান্তদের জন্য এগিয়ে এসেছেন ভারতের রাজনীতিবিদ, বণিক শ্রেণি আর বলিউড তারকারাসহ অনেকেই। দেশ-বিদেশ থেকেও আসছে ত্রাণ।