আজ সোমবার , ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

বাবা ঘরে কিছু নাই, হুদা করলা ভাঁজা দিয়া সেহরী খাইছি!

প্রকাশিতঃ ৪:০৩ অপরাহ্ণ | জুন ০১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৫০ বার

ওমর ফারুক সুমনঃ  বাজান হোন্ডার নিচে পইরা আমার একটা পাও ভাইঙ্গা গেছে। অহন উঠবার পায়না বাবা! আডাচাড়াও (নড়াচঁড়া) করবার পায়না। মাইনসে টাইন্যা (টেনে) লইয়া গেলে ইট্টু যাইবার পাই। আমার দুইডা পোলা আছিন। এক পোলা অসুখে মইরা গেছে। আরেক পুলা বাইচ্চা আছে। কিন্তু হেও (সেও) কঠিন অসুগে ঘরে পইরা রইছে। আমার একটা মাইয়া আছে। হেরেও স্বামীও অনেক আগেই ফালাইয়া রাইখা গেছে। ঐ মাইয়াডাই আমারে দেহে। মাইয়াই তো খাইবার পায়না। আমারে কেমনে দেখবো বাজান? আমারে কি একটা বয়স্ক ভাতা কার্ড দিলাইননা! আইন্যেরা না দিলে আমারে দেখবো কেডা? অহনতো বয়স অইছে। কবে মইরা যামুগা। আইজকা সেহরীর সময় হুদা করলা ভাঁজা দিয়া ভাত খাইছি। তাও আবার করলাডা হুডা আছিন! বাবা রোযা ভাংবার মন চাইনা। ভালাতো কিছু পাইনা! পুতেরইতো চলেনা, নইলেতো খাওন দিতই। হেই পাশের ঘরে পইরা আছে। চেয়ারম্যানের কাছে কয়বার গেলাম। দেয়না কিছু! শুক্রবার (২৫ মে) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের দর্শারপাড় গ্রামের ৯২ বছর বয়সের বৃদ্ধা নুরজাহান বিবি প্রতিবেদককে কাছে পেয়ে এ ভাবেই করুন সুরে দুঃখের কথা গুলো রোযা রাখা অবস্থায় বলতেছিলেন। তার সাথে কথা বলে জানা যায়, এই বয়সেও সে একটি রোযা ভাঙ্গেনি। কিছু জিজ্ঞেস করলে কথা বলতে গিয়ে অবাক দৃষ্টিতে ফ্যাঁলফ্যাঁল করে তাকিয়ে থাকে নুরজাহান। নিরব হয়ে যায় তারদেহ। একপর্যায়ে ভাঙ্গা পা’টা দেখিয়ে নিঃশ্বাস ছাড়েন তিনি। এদিকে স্বামী পরিত্যক্তা মেয়ে সুরবানু কান্না জড়িত কন্ঠে বলেন, মারে লইয়া উপজেলা পরিষদে চার দিন গেছি। কইছে ছাগল দিবো, কার্ড দিবো। মেম্বারে দুইদিন যাইবার কইছে। পরে গেছি। পরে হেরা কিছুই দেইনাই। নামই নিছেনা! ছাগল দিবো কেমনে? বইয়া থাইকা চইলা আইছি। কত গেলাম, পাত্তাই পাইনা! অনেক মানুষ ধরলাম কিছুই পাইলামনা। মাইনসে বয়স্ক ভাতা পায়, বিধবা ভাতা পায়। আমরা কিছুই পাইনা। অন্যদিকে পাশের ঘরে অসুস্থ্য থাকা নুরজাহান বিবির ছেলে রহেদ আলীর সঙ্গে কথা বললে, তিনি বলেন, আমিও ঘরে পইরা আছি। শরীর ফুইলা গেছে আমার। শ্বাসকষ্ট হাপানীতে ভুঁগছি। মারে ঠিকমতো দেখবার পাইতাছিনা। ৭ বছর যাবত পা ভাইংগা ‘মা’ ঘরে পইরা আছে। ডাক্তার ময়মনসিংহে নিবার কইছিলো। অপারেশান করতে। লাখ খানেক টেহা লাগবো। এতো টেহা পাইবাম কই আমরা! পরে আর নিবার পাইনাই। জানা যায়, এই বয়সেও একটি রোযাও ভাঙ্গেনি নুরজাহান বিবি। তবে তার শরীর ভালো নেই। রোগ শোকে জর্জরিত। হয়তো একটি বয়স্ক ভাতার কার্ড পেলে শান্তিতে মরতে পারতেন। কিছুটা হলেও তার তৃষ্ণা মিটতো। আমরা কি পারিনা প্রায় শত বর্ষী এই নুরজাহান বিবির মুখে একটু হাঁসি ফুঁটাতে।
এবিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, আমি নুরজাহান বিবির এখনো জানতে পারিনি। আজকেই খোজ খবর নিবো। তবে তার জন্য একটা বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, এরআগে গত শনিবার (১৯ মে) সকালে প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ মিঠাই দিয়ে সেহরী খাওয়ার কথা বলছিলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আফজান বিবি ( ৭৭) নামে এক বয়স্ক নারী। তার চাওয়া শুধু একটি বয়স্ক ভাতা কার্ড। পরে ওই খবরটি গনমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশ বিদেশের অনেক সাহায্যকারী মানুষ বৃদ্ধ আফজান বিবির পাশে এগিয়ে এসেছেন।

Shares