হালুয়াঘাটে ইমাম গাড়ির চাপায় স্কুল শিক্ষার্থী গুরুতর আহত
প্রকাশিতঃ ৬:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ০৫, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৭৫ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা এলাকার মেইলগেট নামক স্থানে (আবুবক্করের ইটভাটা সংলগ্ন) ইমাম পরিবহনের গাড়ির চাপায় এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে। পরে ধারাকান্দা এলাকার মাজহারুল ইসলাম নামে এক যুবক গুরতর আহত অবস্থায় হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শী মাজহারুল জানান, হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি গাড়ির সাথে বিপরীত দিক থেকে সাইকেল চালিয়া আসা ঐ শিক্ষার্থীকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত রাসেল ধারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।