হালুয়াঘাটে করোনা সচেতনতা বৃদ্ধিতে সেনা টহল
প্রকাশিতঃ ৮:২০ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৭১ বার

ওমর ফারুক সুমনঃ করোনা ভাইরাস প্রতিরোধে গণ সচেতনতা বৃদ্ধিতে সারা দেশের ন্যায় হালুয়াঘাটেও সেনা বাহিনী টহল চালিয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদর, ধারা বাজার, নাগলা বাজারসহ বিভিন্ন স্থানে তাদের টহল করতে দেখা গেছে। এ সময় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সেনা বাহিনী আসার খবর পেয়ে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে থাকা লোকজন, ছোট খাটো পরিবহন পালিয়ে যায়। মুহুর্তেই মাঝেই পুরো শহর নিরব নিস্তব্ধ শহরে পরিনত হয়ে উঠে। সেনা বাহিনীর টহল চলাকালে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও এসিল্যান্ড তানভির আহমেদসহ অন্যান্যরা।