আর কলেজে ভর্তি হওয়া হলো না নুসরাতের
প্রকাশিতঃ ৯:২৫ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০২১ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩০ বার

ডেস্ক রিপোর্টঃ মায়ের সঙ্গে কলেজে ভর্তি হতে যাচ্ছিলেন নুসরাত জাহান। কিন্তু তার আর কলেজে ভর্তি হওয়া হলো না। ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। বুধবার সকালে আলুটিলার বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙ্গার ভুঁইয়াপাড়ার এলাকার হারুনুর রশীদের মেয়ে। তিনি কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সঙ্গে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসছিলেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে নিয়ে আসার পর নুসরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। মাটিরাঙ্গা থানার এসআই মো.জাহাঙ্গীর জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।