আজ বুধবার , ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

ভূমি কর্মকর্তার প্রতিবেদনে হয়রানির শিকার হলেন প্রকৃত মালিক ফুলপুরে পুলিশের হাতে হালুয়াঘাটের দুই মাদক কারবারি আটক হালুয়াঘাটে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‍্যালী ও সমাবেশ নালিতাবাড়ীতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরন করেন মতিয়া চৌধুরী, নাকুঁগাও স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করে এই অঞ্চলের অর্থনৈতিক পাল্টে যাবে- আইবিসিসিআই সভাপতি নালিতাবাড়ীতে ৫২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার নাশকতার মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান কারাগারে মিথ্যে ও গায়েবি মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন-প্রিন্স প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া গরু, চলে গেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গোয়ালে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশনে বিশেষ সম্মাননা সনদ পেলেন আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন_কৃষ্ণ অর্ধ কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা হালুয়াঘাটে বিএনপির তিন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিএনপিকে আওয়ামীলীগ ভয় পায়-প্রিন্স স্বাক্ষর জালের মামলায় কারাগারে জুলহাস নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করায় প্রকৃত দই বোন মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত

হালুয়াঘাটে পালিয়ে বিয়ে করায় জামাইকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিলেন শশুর

প্রকাশিতঃ ৬:৩৫ অপরাহ্ণ | অক্টোবর ০৭, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৬০ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাট উপজেলার নিজ ধারা গ্রামের পালিয়ে বিয়ে করার নয় মাস পর জামাইকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিলেন শশুর আবুল হাশেমগং। জামাই রতন মিয়া (৩২) নেত্রকোনা উপজেলার মদন থানার সাটুরিয়া গ্রামের মিরাজ আলীর পুত্র। শনিবার সন্ধার পর ৯নং ধারা ইউনিয়নের (ধারাবাজারের পূর্বে) নিজধারা গ্রামের আবুল হাশেমের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।পরে আশপাশের উৎসুক জনতা এসে ভিড় জমাই আবুল হাশেমের বাড়িতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জামাই রতন মিয়াকে মারধর করে হাত পা থেতলানো অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আহত রতনকে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রায় নয় মাস পূর্বে মোবাইলের সম্পর্কের জের ধরে আবুল হাশেমের মেয়ে অজুফা (১৮) কে বাড়ি থেকে পালিয়ে বের করে নিয়ে ১ লক্ষ ৫ হাজার টাকা দেনমোহর দিয়ে রেজিস্ট্রি মুলে বিয়ে করেন। বিয়ে করার পর গাজীপুর বোর্ড বাজার এলাকার তাজ উদ্দিন গনী মৃর্দাবাড়ি রোডের মান্নানের বাসায় ভাড়া থাকতেন। সেখানে একাধারে নয়মাস সংসার করেন। কিন্তু গত কদিন পূর্বে মায়ের অসুখের কথা বলে তার স্ত্রী বাড়িতে চলে আসেন। অতঃপর স্ত্রীকে খোঁজতে এসে নিজের জীবন হারাতে বসেছিলেন প্রায়। পরে আশ পাশের লোকজন তাকে রক্ষা করে। রতনের পূর্বের স্ত্রী সন্তানও রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে অজুফার পিতা আবুল হাশেম বলেন, মোবাইলে ফুঁসলিয়ে নয়মাস পূর্বে মেয়েকে বের করে নিয়ে যান। এতদিন পালিয়ে ছিলো তারা। তার মেয়ে বর্তমান নিখোঁজ রয়েছে বলে জানান। পরে রতনকে পেয়ে তারা মারধর করেছেন। মেয়ে পালিয়ে বা হারিয়ে গিয়েছে এই মর্মে কোন মামলা বা থানায় জিডি করেছিলেন কিনা এমন প্রশ্নে বলেন, মেয়ে চলে যাবার পর আমি থানায় গিয়েছিলাম জিডি করতে। আমার অভিযোগ থানায় নেয়নি। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদারকে ঘটনাটি মুঠোফুনে জানালে তিনি বিষয়টি দেখবো বলে জানান।###

Shares