নালিতাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
প্রকাশিতঃ ৭:৫৬ পূর্বাহ্ণ | জুলাই ২৭, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪১ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ী:
শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কালাকুমা বৈশাখী বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, তথ্য ও গবেষণা বিষয়ক মঞ্জরুল আহসান, প্রচার সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মো. জাকারিয়া।
সমাবেশে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর বিজয়কে সুনিশ্চিত করতে হবে।