২০২০-২১ সালকে প্রধানমন্ত্রীর ‘মুজিব বর্ষ’ ঘোষনা
প্রকাশিতঃ ৭:০৭ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩১৯ বার

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কার্যালয়ে ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে এ সময় আয়োজন করা হবে নানা কর্মসূচি। দলের কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এই ঘোষণা দেন। যৌথসভার শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশকে এগিয়ে নিয়েছি, এ যাত্রা অব্যহত থাকবে। উল্লেখ্য, দলীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর এটিই দলের সভানেত্রী হিসাবে আনুষ্ঠানিক সভা। ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন সামনে রেখে যৌথসভায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।