আজ বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

” বায়ু – জল – অগ্নি – আকাশ – মাটি (রিতা সরকার, আগরতলা, ইন্ডিয়া)

প্রকাশিতঃ ৯:১৬ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১,২০৩ বার

এ পঞ্চ ভূতে গড়া দেহ
মন বুদ্ধি বিবেক ——
তার মাঝে প্রাণের গেহ ।

——————————-

বায়ু —–
বায়ুহীন প্রাণ মিছে
এই উপাদান —
সব দেহে মিশে আছে ।

সর্বত্র অনিরুদ্ধ অদৃশ্য উদ্বায়ী বায়ু
জড় তবুও প্রাণবায়ু’ বায়বীয় আয়ু ।
অবলীলায় কতো খেলা বিষ্ময় বাতাসে ,
শ্রেষ্ঠ মাধ্যম – কতো কি ভেসে আসে ।
বাঁচার জন্য চাই নির্মল বায়ু –এসো
— বৃক্ষ রোপণ করে বায়ুকে বাচাই !

জল ——
কে না জানে বল
দেহের শ্রেষ্ঠ —-
উপাদান যে জল ।

স্নিগ্ধ অমল অনাদি মন্দাকিনী ধারা
উঁচু নিচু অভেদ সবেতে বাঁধনহারা ।
ছুটে দিগ্বিদিক অগ্রগতির পথে সে –
হয়না কাহারো রুদ্ধদ্বারে বন্দী যে ।
জলের অপচয় দোষণ রোধ প্রয়োজন
প্রাণী উদ্ভিদ সবার –“জলই জীবন” ।

অগ্নি ——-
অতি আবশ্যক উপাদান
জঠরে অগ্নি —-
জীবনের অতি মূল্যবান ।

লোভ মোহ হিংসানলে জ্বলছে সবাই
মান হুঁশের — হৃদয় পুড়ে ছাই ।
সকল জীব নির্ধারিত উত্তাপে বাঁচে ।
চায় বাঁচতে ‘ মন’ ভালোবাসার আঁচে ।
কে পারে আটকাতে দিব্য তেজেরে ?
নিভাতে কি পারে – সত্য সূর্য্যেরে ?
আগুন কি পারে পোড়াতে বিবেকেরে ?
ধিকিধিকি জ্বলে মন অন্যায় অবিচারে !

আকাশ ——
পটাকাশ দেহেতে সসীম ।
আকাশ উপাদান —–
ভেঙ্গে মহাকাশে অসীম ।

অনন্ত অরূপ ব্যাপক বর্ণিল বিশ্বাস !
পৃথিবীর উপরে মায়াছত্র শূন্য নির্যাস।
বিশালতার প্রতীক উদার উচ্চ উন্মুক্ত –
অজান্তে হয় দুচোখ ওই আকাশে যুক্ত ।
প্রাণ জুড়ায় মন জুড়ায় যে গূঢ়দর্শী —
খ ‘ মার্গে ভেসে বেড়ায় কবি ঋষি ।

মাটি ——-
সৃষ্টি মৃত্তিকা হতে
ক্ষণ স্থিতি তাতেই ——
পুনঃ লয় মাটিতে ।

সর্বংসহা ধরণীও কেঁপে উঠে প্রায়ই
——অবিরত অসংখ্য অত্যাচারে।
জগতের সবার অন্ন বস্ত্র পরিধেয়
—— দিচ্ছেন বুক চিরে সকাতরে ।

জ্বলন্ত আগ্নেয়গিরি চাপা ধরার বুকে
খনিজ প্রাচুর্যে আছে জগৎ সুখে ।

রত্নবতী সসাগরা গিরীকর্ণিকা ভূ- মন্ডলে
——— চিরশান্তি ভূ – আঁচলে ।
তোমার আমার সবার অন্তিম আশ্রয়
——– ধরিত্রী মায়ের কোলে ।
“””””””””””””””””””””””””””””””””””””””””

* জলের অপচয় ও দূষণ রোধ করা প্রয়োজন ।
——– বিশ্ব কল্যান কামনায় ।*

Shares