খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনরা
প্রকাশিতঃ ৫:৫৪ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৩৬ বার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন পরিবারের সদস্যরা। তার সঙ্গে দেখা করার জন্য আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, মেয়েসহ কারাগারে গেছেন পরিবারের ৫ সদস্য।
শনিবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ২৩ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।