আজ বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

হালুয়াঘাটে বিএনপি’র প্রিন্স ও আফজালসহ ৯০ জনের নামে মামলা

প্রকাশিতঃ ৯:৩৩ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩,৩৬০ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি’র ৯০ (নব্বই)নেতা কর্মীর নামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পৃথক পৃথকভাবে দুইটি মামলা দায়ের করে পুলিশ। দুই মামলার প্রধান আসামী হলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ আফজাল এইচ খান ও বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়াও সাথে রয়েছে আরও ৮৮ জন। এরা হলেন শামসুল আলম পনির (৫০), নাদিম আহমেদ (৪৫), উত্তর বাজারের নেয়ামত উল্লাহ (৪৫), মোল্লা মনির (৩৮), হালুয়াঘাট বাজারের ফরিদ আহমেদ পলাশ (৪৫), এমদাদ হোসেন (৩৮), উত্তর বাজারের নাজমুল (৩৫), রঘুনাথপুরের আঃ হামিদ (৫৫), মনিকুড়ার হৃদয় (২৫), উত্তর খয়রাকুড়ির জহিরুল ইসলাম (৪৩), উত্তর বাজারের আনোয়ার হোসেন মেম্বার (৩৮), আলমগীর হোসেন বিপ্লব (৪০), আকনপাড়ার চানু মল্লিক (৪০), উত্তর বাজারের সেলিম আহমেদ (২৮), রঘুনাথপুরের আব্দুল মালেক (৩৫), খয়রাকুড়ির গোলাম মোস্তফা (৩৮), ঘোষবেড়ের বাবুল মিয়া (৫০), ছাতু গাঁওয়ের খাইরুল আমিন (৪৪), ইসলামপুরের আকিকুল (৪৫), মনকান্দার আব্দুল জলিল (৫০), জুগলীর আবু হান্নান খোকা (৫০), আক্তার মেম্বার (৫০), আতকাপাড়ার রেজাউল হক (৪৮), নৈয়ারীকুড়ার সাদরুল আলম মেম্বার (৪০), বড়দাসপাড়ার ইফতেখার আলম খোকন (৪২), কৈচাপুরের মাওঃ ইসমাইল হোসেন (৪৮),নৈয়ারিকুড়ার আবুল কালাম আজাদ (৪০), পাগারিয়ার আব্দুল্লা সাইদ (৪৮), মাইজ পাড়ার আনোয়ার হোসেন (৪২), রঘুনাথপুরের আবু সাইদ (৪৮), মোঝাখালীর আলীমুল (৩২), খন্ডকপাড়ার জনাব আলী (৫৫), প্রঃ কালিয়ানী কান্দার আব্দুস সাত্তার (৪৫), খন্ডকপাড়ার আলী আশ্রাফ (৪৫), বালিচান্দার মনির হোসেন (৩৫), দক্ষিন মনিকুড়ার নুর মোহাম্মদ (৪৫), পূর্ব গোবড়াকুড়ার মন্নাছ মেম্বার (৫০), প্রঃ গোবড়াকুড়ার নুর উদ্দিন ভুইয়া (৫৫), প্রঃ গোবড়াকুড়ার এসহাক মিয়া (৩০), বিড়ইডাকুনীর আবু রায়হান (৪৫), প্রঃ কালিয়ানীকান্দার হাবিবুর রহমান (৪৫), পোর্ব কালিয়ানীকান্দার আমিনুল ইসলাম্ম (৪২), আকনপাড়ার হামিদুর রহমান (৫৫)সহ অজ্ঞাত ৩০/৩৫ জন। অপরদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সাথে বীর গুছিনার আরফান আলী (৫০), লালার পাড়ের মিজানুর রহমান (৫৫), মাঝিয়ালের মাহবুবুর রহমান (৫০), পুর্ব ধারার আব্দুল কাদির মেম্বার(৫৮), লালার পাড়ের লুৎফর রহমান (৩৮), বীরগুছিনার রুবেল (৩৫), দড়িনগুয়ার খোকন (৪০), টিকুরিয়ার কায়ুম খান রতন (৪৫), কুতিকুড়ার জাহাঙ্গীর আলম (৩৫), আশ্রমপাড়ার সঞ্জু খান (৪৫), চরগোরকপুরের একে এম শহীদুল্লাহ (৪৪), ধুরাইলের বজলুর রহমান মানিক (৪২), পুর্ব পাবিয়াজুড়ির মাসুম বিল্লাহ (৩৫), পাবিয়াজুড়ির আব্দুল বারেক (৫৫), রামনগর মাইজপাড়ার মোক্তার হোসেন (৪০), রামনগর বনপাড়ার এমদাদুল হক (৪২), খন্ডলের শফিকুর রহমান (৪৫), আমতৈলের ওয়াহিদুল ইসলাম (৪৫), বিষমপুরের আনসের আলী (৫৮), বাদে বাহির শিমুলের কামরুল ইসলাম্ম(৪০), সোয়ারিকান্দার মেজামুল হক (৪০), সর্চাপুরের আঃ রহিম (৪৬), গাতীর ফয়জুর রহমান (৩৮), ধোপাগুছিনার পরান আলী কাঞ্চু (৬০), বাউসার মনোয়ার আলম খান খোকন (৫৫), মাছাইলের শেক আবু নছর আহম্মেদ (৫০), ঘাসী গাঁও এর আব্দুল হাই (৫৮), উত্তর ইটাখলার নুরুল ইসলাম (৫৫), স্বদেশীর এনামুল হক (৪৫), নাশুল্যার সুজারুল ইসলাম (৪৫), বীর গুছিনার আবু সাইদ (৪০), মকিমপুরের এমদাদুল হক (৪৫), মাঝিয়াইলের আনোয়ার হোসেন (৪৫), টিকুরিয়ার যুবরাজ খান খুররম (৩৮), করুয়াপাড়ার দিদার (৪০), আশ্রম পাড়ার মঞ্জু খান (৪২), চর গোরকপুরের আলী হোসেন (৫৫), রামনগরের আহম্মদ আলী (৫০), বনপাড়ার মোশারফ মল্লিক (৩৮), ধোপাগুছিনার ফয়জুর রহমান (৩৮), গাতীর আলামিন (৪০), কোনাপাড়ার বাছির মিয়া (৩৮), গাতীর শাহিন (৩৯) ও মোজাম্মেল (৪০)। অজ্ঞাত ২৫?৩০ জন। তাদের বিরুদ্ধে ৬ নভেম্বর হালুয়াঘাট থানার এস আই শামসুর রহমান ও এস আই আশ্রাফুল ইসলাম বাদী হয়ে পৃথক পৃথকভাবে মামলাটি দায়ের করেন।
হালুয়াঘাট থানায় মামলা নং ৪-৫।

Shares