আজ শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা কি সত্যিই নিয়ন্ত্রণে?

প্রকাশিতঃ ৯:৩১ অপরাহ্ণ | এপ্রিল ১০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৪৪ বার

ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা কি সত্যিই নিয়ন্ত্রণে?

ডেস্ক রিপোর্টঃ ১ মার্চ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩। গত ২৪ মার্চ যখন দেশ জুড়ে লকডাউন শুরু হল, করোনা সংক্রমণের সংখ্যা তখন ৫০০ ছোঁয়নি। লকডাউনের ১৯ দিনের মাথায়, অর্থাত্ ১০ এপ্রিল বিকেলে, সংখ্যাটা অনেকটা বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৬১-তে। বৃদ্ধির অঙ্কটা হেলাফেলার নয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে— আমেরিকা বা ইউরোপের দেশগুলোর ছবি যদি আমরা দেখি, সে তুলনায় আমাদের দেশের অবস্থা কম খারাপ বললে কম বলা হবে, উল্লেখযোগ্য ভাবেই কম খারাপ। পশ্চিমের দেশগুলোতে যে লাগামছাড়া পরিস্থিতি, আমাদের এখানে একেবারেই তা নয়। কিন্তু এটাই কি বাস্তব পরিস্থিতি? এই তথ্য কি দেশের প্রকৃত অবস্থা তুলে ধরছে? কেউ কেউ একমত হলেও, কেউ কেউ ক্ষীণ সন্দেহও প্রকাশ করছেন।

লকডাউন শুরুর দিন, ২৪ মার্চ রাতে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৫১৯ জন। ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত সংক্রমণ বেড়েছিল ৯২৬ জনের। কিন্তু ১০ এপ্রিল এক দিনে সংক্রমণ বৃদ্ধির সংখ্যা ৮৯৬। এপ্রিলের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ধরলে গড়ে দৈনিক নতুন সংক্রমণ সাড়ে ৫০০-র কাছাকাছি। অর্থাত্ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে না। কিন্তু আবার সেই ইউরোপ-আমেরিকার তুলনায় গেলে বৃদ্ধির অঙ্কটা কিছুই নয়। একই সঙ্গে, দৈনিক বৃদ্ধির সংখ্যাটা মোটামুটি একই জায়গায় ওঠানামা করছে। লকডাউন না হলেন এটা হত না বলে মনে করছেন অনেকেই। আইসিএমআর-ও ১০ এপ্রিলের সংক্রমণ বৃদ্ধিতে জানিয়েছে , মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশের কোভিড পজিটিভ আসার হার নিয়ন্ত্রণে।
এখনও পর্যন্ত এই বৃদ্ধি অঙ্ককে ‘নিরাপদ’ বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তাঁর মতে, ‘‘এই সংখ্যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। লকডাউন শুরুর পর তাকে অভ্যাসে আনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফল এটা। আরও কঠোর ভাবে মানতে পারলে আরও ভাল ফল মিলবে। আপাতত দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা রোগ সামনে আসছে। কিন্তু সংখ্যাটা আগের মতো আর প্রতি দিন প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে না, এটা কিছুটা স্বস্তির তো বটেই!’’
বক্ষবিশেষজ্ঞ কৌশিক সরকারও অভিজিৎবাবুর সঙ্গে সহমত। তাঁর মতে, ‘‘একটি দেশে প্রতি দিন এই সময় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়বে, কিন্তু তা কতটা নিয়ন্ত্রণ হচ্ছে, সেটাই ঠিক করবে সেই দেশ করোনার সঙ্গে লড়াইয়ে এগিয়ে থাকবে কি না। আমেরিকা বা স্পেন বা ইতালির তুলনায় কিন্তু সেই হিসেবে ভারতের অঙ্ক অনেকটা নিয়ন্ত্রণে। এমনকি, লকডাউন শুরু থেকে আজ অবধি মোট যে হিসেব, তাতে এক সময় সংখ্যাটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মনে হলেও এখন আর সেটা মনে হচ্ছে না। লাগাতার প্রচার, সচেতনতা ও স্বাস্থ্যবিধি ধরে রাখতে পারলে এই অঙ্ক আরও কমিয়ে আনা যাবে।’’

সত্যিসত্যিই বিশ্বের অন্য দেশগুলির হিসেব কিন্তু এত নিয়ন্ত্রিত নয়। আমেরিকা, ইতালি ও স্পেন— এখনও পর্যন্ত করোনা-ত্রাসে সর্বোচ্চ ভুক্তভুগীদের তালিকায় পড়ে। সেই সব দেশের হিসেবে চোখ রাখলে আঁতকে উঠতে হয়।
আমেরিকায় লকডাউন শুরু হয় ১৬ মার্চ। সে দিন সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৬০০ জন। আজ এখানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬৬ হাজার। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, সেখানে এখনও আক্রান্তের সংখ্যা প্রতি দিনই হু হু করে বাড়ছে। হাজারে হাজারে বাড়ছে।

স্পেনের সংখ্যাও নেহাত কম নয়। স্পেনে লকডাউন শুরুর দিন, ১৪ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৪০০। আজ, ১০ এপ্রিল সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৩ হাজারেরও বেশি। ইতালিতে লকডাউন শুরু হয় ৯ মার্চ। ১০ এপ্রিলের হিসেবে সেখানে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজারেরও বেশি। অর্থাৎ প্রতিটা দেশেই এই সংখ্যাবৃদ্ধির হার দিনকে দিন লাগামছাড়া হচ্ছে। ভারতের অঙ্কের সঙ্গে তার একেবারেই মিল নেই। তবে এই অঙ্কে খুব ভারতের পক্ষে একটা নিশ্চিন্ত নন চিকিৎসকদের আর একটা অংশ। যেমন বক্ষবিশেষজ্ঞ সুমিত সেনগুপ্তের মতে, ‘‘আজ, ১০ এপ্রিলই তো এই সংখ্যা আবাক খানিকটা বেড়ে কিন্তু ৮৯৬ হয়ে গিয়েছে! আসলে এই সংখ্যার হার অনেকটা নির্ভর করে টেস্টের উপর। প্রতি দিন কি সমান হারে পরীক্ষা হচ্ছে, সেই অঙ্কও জানা জরুরি। ধরা যাক, কোনও এক দিন পরীক্ষা হল ৫০ জনের, দেখা গেল, ১০ টি কেস পজিটিভ। পরের দিন যদি আরও ৫ জনের পরীক্ষা হয় ও প্রত্যেকে পজিটিভ হয়, তা হলে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ ই। মানে মাত্র পাঁচটি পরীক্ষা হচ্ছে, পাঁচটিই পজিটিভ। তাই ২৪ ঘণ্টায় মোটে ৫ জন বেড়েছে বলে এখানে স্বস্তির জায়গা নেই, কারণ দ্বিতীয় দিনের ১০০ শতাংশ কেসই পজিটিভ।’’
সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অমিতাভ নন্দী কোথাও সুমিতবাবুকে সমর্থন করলেও, তিনি আবার পরীক্ষা হচ্ছেই না এমনটা মানতে নারাজ। তবে আরও ব্যাপকহারে পরীক্ষার প্রয়োজন আছে বলেই তাঁর মত। অমিতাভবাবুর কথায়, ‘‘শেষ কয়েক দিনে এই অঙ্ক মানেই যে তা আবার বেড়ে যাবে না এমন নয়। জানালেন, ‘‘গত ৩-৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা দেখে মনে হচ্ছিল আগের তুলনায় সামান্য হলেও কমছে হয়তো, কিন্তু ফের ৭ তারিখ তা একলাফে ৭০৪ হয়ে যায়। ১০ তারিখ ৮৯৬। সুতরাং কবে এটা যে আবার অনেকটা লাফিয়ে বেড়ে যাবে তার কোনও ঠিক নেই। শুধুই স্বাস্থ্যবিধি মানাই নয়, ব্যাপক হারে পরীক্ষা ও অবশ্যই সঙ্গে কঠোর ভাবে লকডাউন মেনে চললে তবেই অনেকটা স্বস্তি আসতে পারে।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Shares