হালুয়াঘাটে বীমা দিবস পালিত!
প্রকাশিতঃ ৯:১১ অপরাহ্ণ | মার্চ ০১, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৯ বার

ওমর ফারুক সুমনঃ বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি”- এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে হালুয়াঘাটে উদযাপিত হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর যুগ্ন সাধারন সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকনসহ অন্যান্যরা।