আজ শুক্রবার , ১৫ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ” নালিতাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হালুয়াঘাটে বিজিবি’র পিটুনিতে আহত-১

প্রকাশিতঃ ২:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪০৬ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বিজিবি’র পিটুনিতে লক্ষিকুড়া গ্রামের আমজাত হোসেন (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল রাত ৯টার দিকে সীমান্ত এলাকার আলামিনের দোকানের সন্মুখে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, গোবড়াকুড়া বিজিবি ক্যাম্পের টহল টিমের সিপাহী কামরুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা টর্চ লাইট দিয়ে ঐ যুবকের মাথায় আঘাত করে।পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। আহত যুবক আমজাত হোসেন জানান, আলামিনের দোকানে স্থানীয় ১৫/১৬ জনের সাথে সে বসা ছিলো। আনুমানিক রাত পনে নয়টার দিকে গোবড়াকুড়া বিজিবি ক্যাম্পের ৬ সদস্যের টহল টিমের সিপাহী কামরুল তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। আমজাত প্রতিবাদ করলে তাকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সিপাহী কামরুল হাতে থাকা টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করে।এতে মাথার উপরের অংশে কিছুটা ফেটে যায়। আমজাতের অভিযোগ, আহতবস্থায় হাসপাতালে আসার পথেও বাধা প্রদান করে সিপাহী কামরুল। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত কামরুলের সাথে কথা বলা সম্ভব হয়নি। কড়ইতলী কোম্পানি কমান্ডার ছারোয়ার আলম বলেন, ঘটনাটি আসলে ভুলবুঝাবুঝির কারনে হয়েছে। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। গোবড়াকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার খালেক ঘটনাটি অনাকাঙ্খিত বলে উল্লেখ করেন।তিনি বলেন, আমরা আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করছি। বুলবুঝাবুঝির কারনেই আসলে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

Shares