ময়মনসিংহের তারাকান্দায় ৫ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক
প্রকাশিতঃ ৮:৩২ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩১৫ বার

সেলিনা কবির : ময়মনসিংহের তারাকান্দায় কামারিয়া ইউনিয়নের মোজাহারদি এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক মাকছেদুল (১৪) কে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ। ঘটনাটি আজ আনুমানিক সকাল ৯ টায় ঘটে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চত করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় দিনমুজর সেলিমের ৫ বছরের শিশুকন্যা পাশের বাড়িতে আম কুড়াতে গেলে কৃষক সাইদুলের ছেলে মাকছেদুল আম দেয়ার প্রলোভন দেখিয়ে পাশবর্তী নির্জন ফিসারীর পাড়ে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক তাকে ধর্ষন করে। শিশুটির আর্তচিতকারে আশে পাশের লোকজন ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার কালে ধর্ষক পালিয়ে যায়। প্রতিবেশিরা ধর্ষিতার বাবা-মাকে ডেকে আনলে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করে। বিষয়টি তারাকান্দা থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক তারাকান্দা থানার অফিসার ইনচার্জ নির্দেশে এসআই সাইদুর রহমান অভিযান চালিয়ে ধর্ষক মাকছেদুলকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। অপরদিকে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।