ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বসছে করোনা সনাক্তের ল্যাব
প্রকাশিতঃ ১২:১৩ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১০৯ বার

স্টাফ রিপোর্টারঃ সাতটি বিভাগীয় শহরের ন্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনা সনাক্তের ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরই লক্ষ্যে গত শনিবার বিকেলে ঢাকা থেকে পিসিআর স্থাপনের প্রয়োজ়নীয় সরঞ্জাম, পিপিই ও পরীক্ষার কিট মেডীক্যাল কলেজে এসে পৌছেসে। গতকাল রবিবার থেকে যাবতীয় কাজ সম্পন্ন করে কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ২৪০ সেট কিট ও ল্যাবরেটরি চিকিৎসকদের জন্যে ৪০ সেট পিপিই প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস সনাক্তকরনের মেশিন ও ল্যাব স্থাপন হলে রোগ নির্ণয়ে অগ্রনী ভূমিকা পালন করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।