কাল্পনিক- শিখা গুহ রায়।
প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২১০ বার

কিছু মুহুর্ত কখনো
অতিত হয় না।
সারাদিন ব্যস্ততার মধ্যেও
তোমায় কখনো ভুলে
যাইনা।
হয়তো-বা কখনো কথা না
বললে অভিমান করি,
তা ঠিকই।
কিন্তু সারাক্ষণ মনপ্রাণ জুড়ে
শুধু তুমিই থাকো।
প্রেম হোল এমন একটা জিনিস
যা দেহকে যন্ত্রণায় খুঁড়ে খুঁড়ে খায়।
কখনো ধ্বংসের দিকে নিয়ে যায়।
আবার কখনো অসম্ভব কে সম্ভব করে
উন্নতির দিকে এগিয়ে নিয়ে
যায়।
যখন রাতে কাজের শেষে ক্লান্ত
হয়ে শোবার ঘরে যাই।
তখন মনে পরে আদর মাখানো
আধো মুখের না বলা অনেককথা।
সেদিন শুধু তুমি আর আমি,
মনের মানিক হয়ে ছিলাম।
আরো কিছু!
তোমার বুকে মাথা রেখে
ঘুম পড়িয়ে দিয়েছিলে
আমায়,মনে পড়ে সেইদিনের
সেই কথা।
প্রেম কোন জাত ধর্ম বয়স
মানে না।
মনে যা চায় তাই জানি।
সময় বয়ে যায়,
কারুর অপেক্ষায় থাকে না।