হালুয়াঘাটে ইয়াবাসহ আটক-২
প্রকাশিতঃ ১:০৮ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৯২ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওসি মাহমুদল হাসানের নেতৃত্বে এস.আই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে ১নং ভূবনকুড়া ইউনিয়নের ভাড়ালিয়াকোনা থেকে তাদেরকে আটক করে।আটককৃত দুইজন হলেন মায়াঘাসী গ্রামের আলী আজগর (৫০) ও ঝলঝলিয়া গ্রামের জসিম (২৫)। এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আটক দুই আসামীর বিরুদ্ধে মাদক আইনে হালুয়াঘাট থানায় মামলা রুজো হয়েছে এবং শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।