আজ শুক্রবার , ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাটে অটো রিক্সার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু হালুয়াঘাটে ট্রলির চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র মুক্তির দাবীতে মিছিল বাউফলে অবরোধ কর্মসুচী পালন বাউফলে অবরোধ কর্মসুচী পালন ১৮০ বোতল ভারতীয় মদ আটক করল হালুয়াঘাট থানা পুলিশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদকে হালুয়াঘাটে সংবর্ধনা কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সংখ্যালঘু নারীকে নির্যাতন,সংবাদ সম্মেলনে মামলা না নেওয়ার অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মুক্তাগাছায় সেকান্দর হত্যায় আটক দুই ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি আওয়ামিলীগ নেতা গোপাল সরকারকে প্রেসক্লাবের সংবর্ধনা

১৮০ বোতল ভারতীয় মদ আটক করল হালুয়াঘাট থানা পুলিশ

প্রকাশিতঃ ৯:০৯ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১০ বার

ওমর ফারুক সুমন/সাইদুর রহমান রাজু: মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের বড় চালান আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। গতকাল রাতে মাদকবিরোধী পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো থানা পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকার আমিনুল ইসলাম (৩২), নজরুল ইসলাম (৩৮) ও কামাল হোসেন (৩৫) নামে কুখ্যাত এই তিনজন কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়ের দিকনির্দেশনায় উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশের একটি টহলদল। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল থেকে ৪টি চটের বস্তায় ভরে রাখা মদের বোতলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। উদ্বার হওয়া ১৮০ বোতল মদের মধ্যে ৪০ বোতল ম্যাক ডুয়েল, ৪৫ বোতল এসি ব্ল্যাক ও ম্যাজিক মোমেন্টস নামীয় ৪৫ বোতল ছিল বলে জব্দ তালিকা থেকে জানানো হয়। সোমবার (৩০ অক্টোবর) সকালে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন এসআই শরীফুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন, উপজেলায় মাদক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় রাতের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে মাদক কারবারে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Shares