আজ সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশনে বিশেষ সম্মাননা সনদ পেলেন আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন_কৃষ্ণ

প্রকাশিতঃ ৭:১৪ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫১ বার

নিউজ ডেস্ক: আরবান শিশুদের জীবন যাপনের অধিকার সুনিশ্চতে গৃহীত পদক্ষেপগুলিকে নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর করার লক্ষ্যে “ওয়ার্ল্ড ভিশন” বাংলাদেশের আয়োজনে অনুষ্টিত হলো- মিডিয়া কম্পিটিশন ২০২৩।

এ প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়ায় ১১জন ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৭ জন প্রতিবেদক কে সম্মাননা সনদ প্রদান করা হয়। ২রা সেপ্টেম্বর শনিবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত লেকশোর হোটেলের, লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মো: মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের।

এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী সালাউদ্দিন লাভলু ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহানা হুদা রঞ্জনা।

শুরুতে ওয়ার্ল্ড ভিশনের শিশুদের মনোমুগ্ধকর নৃত্য আর শিশু ও যুব ফোরামের ছেলেমেয়েদের বিশেষ সচেতনতামূলক নাটিকা দিয়ে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশনের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা। ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রম বিস্তারিত জানান ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩ -এর প্রকল্প সমন্বয়ক শেখ সাইফুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্টিত মিডিয়া কম্পিটিশন সুষ্ঠু ও সফলভাবে সুসম্পন্ন করতে আয়োজন করে ব্র্যান্‌ড কার্ট বাংলাদেশ।

এসময় অনুভূতি ব্যাক্ত করে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ বলেন, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় দূর্বার গতিতে এগিয়ে চলছে বার্তা বিভাগ। বার্তা বিভাগের সাফল্যের অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশন এ অংশগ্রহন করতে পেরে আজ আমি আনন্দিত এবং গর্বিত। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আনন্দ টিভি পরিবারের সকলের প্রতি। অশেষ কৃতজ্ঞতা ওয়ার্ল্ড ভিশনের প্রতি।

Shares