আজ শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

কুষ্টিয়ায় ভুঁয়া দলিলে জমি দখল

প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ণ | মার্চ ২২, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৯১ বার

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় জাল দলিল দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ওই ভুক্তভোগী পরিবার বাধা দিতে গেলে তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে দখলকারিরা। জানা যায়, জেলার ১২ নং হরিনারায়ণ পুর ইউনিয়নের পূর্ব আব্দুলপুর গ্রামের আনসার সদস্য সোহেল রানার বাবা আবেদ আলী জমির ভুয়া দলিল তৈরি করে স্থানীয় প্রভাশালী শহীদুল। পরে শতাধিক সন্ত্রসী বাহিনী দেশীও অস্ত্র নিয়ে ৩ বিঘা জমি অবৈধ দখল করে। এসময় বাধা দিতে গেলে জমির মূল মালিক সোহেল রানা ও তার পরিবারকে প্রাণ নাশের হুমিক প্রদাণ করে শহিদুল গংরা।

এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘এলাকার মৃত. ফাজিল মন্ডলের ছেলে শহীদুল ইসলাম (৫০) তার ভাই ওহিদুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলাম (৪২) এলাকায় নানা রকমের অপকর্মে লিপ্ত। তাদের অত্যাচারে আমাদের পরিবার দিশেহারা। আমাদের জমির ভুয়া দলিল তৈরি করে বেদখল করে। এ ঘটনায় ইসলামি বিশ্ববিদ্যালয় থানা (ইবি থানা) একটি অভিযোগ দাখিল করি। পরে ওসি উভয় পক্ষকে শালিশ বৈঠকে থানায় ডাকলে প্রতিপক্ষরা উপস্থিত হয়নি। বরং আমরা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তাহলে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন। এ নিয়ে আমি এবং আমার পরিবার প্রাণ নাশের সংশয়ে ভুগছি।’

পরে এ ঘটনায় হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাট জমি দখলের বিষয়ে মিমাংসার জন্য ডাকলেও শহিদুল গংরা তোয়াক্কা করে নাই।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদুল ও তার ভাইদের বিরুদ্ধে চরমপন্থি দলের সদস্য থাকার অভিযোগ রয়েছে। সাবেক চেয়ারম্যান এস এম গোলাম রসিদের মদদে এ ধরনের অপকর্ম ঘটছে বলেও জানান ভুক্তভোগীরা। এর আগেও এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরেুদ্ধে। এলাকায় যে কোন গন্ডগোলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে লুটপাট চালায়। এদিকে প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেছে ভুক্তভোগী সোহেল রানা পরিবার।

Shares