আজ শুক্রবার , ১৫ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ” নালিতাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ওজনে ধান বেশী নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিতঃ ১০:২৪ অপরাহ্ণ | মে ২৫, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৬১ বার

নালিতাবাড়ী সংবাদদাতাঃ শেরপুরের নালিতাবাড়ীতে আড়তদারদের প্রতি মণ ৪০ কেজির স্থলে ৪২ কেজি হিসেবে ধান কেনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। বুধবার (২৫ মে) দুপুরে পৌর শহরে ওই মিছিল ও সড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট বাজারসহ পৌর শহরে ধান কেনার সময় ৪০ কেজি মনের স্থলে ৪২ কেজি করে ধান ক্রয় করছিল আড়তদাররা। এমন অভিযোগে মঙ্গলবার (২৪ মে) উপজেলা পরিষদে আড়তদার ও উপজেলা প্রশাসন এক বৈঠকে বসেন। এতে প্রতিমন ধান ৪১ কেজি হিসেবে কেনার সিদ্ধান্ত গ্রহন করা হয়। কিন্তু বুধবার সকাল হতে সিদ্ধান্তের বাইরে গিয়ে ৪২ কেজিতে মণ হিসেবে ধান কিনতে শুরু করেন ব্যবসায়ীরা। এতে ধান বিক্রি করতে আসা কৃষকরা ক্ষুব্ধ হন ও এর প্রতিবাদ জানান। পরে বিক্ষুব্ধ কৃষকরা ৪২ কেজিতে নয় ৪০ কেজি ওজনে ধান কেনার দাবীতে বুধবার দুপুরে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায়। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সরকারি কাজে উপজেলার বাইরে থাকায় তাদের না পেয়ে পরিষদের কর্মকর্তাদের বিষয়টি অবগত করে চলে আসেন তারা। একই সাথে তারা আড়াইআনী বাজারে সড়ক অবরোধ করেন ।

উপজেলার ছালুয়াতলা গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, আমি বুধবার সকালে ১০ মন ধান নিয়ে বাজারে বিক্রি করার জন্য আসি। আড়তদারের নিকট ধান বিক্রির জন্য গেলেও তারা ধান কিনছেন না। ব্যবসায়ীরা ২ মনে ৮৪/৮৫ কেজি হিসেবে ধান কিনবে বলে জানায়। যে কারণে আমরা এই আন্দোলন করছি।

Shares