ময়মনসিংহের ত্রিশালে ফিসারী থেকে অজ্ঞাতনারীর লাশ উদ্ধার
প্রকাশিতঃ ২:৫৬ অপরাহ্ণ | জুন ২২, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১০৩ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ফিসারী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফিসারীতে দায়িত্বরত শ্রমিকরা মাছের খাবার দিতে গিয়ে ভাঁসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনার সত্যটা স্বীকার করে ত্রিশাল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর কায়্যুম বলেন, লাশ পুকুরে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মমেক হাসপাতালে প্রেরণ করে।