নাশকতার মামলায় অধ্যক্ষ তৌফিকুর রহমান কারাগারে
প্রকাশিতঃ ৩:১৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৫ বার

স্টাফ রিপোর্টার:
নাশকতা ও ভাংচুরের মামলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা কলেজের সাময়িক বহিস্কৃত অধ্যক্ষ তৌফিকুর রহমানকে আটক করল কোতোয়ালি থানা পুলিশ। রবিবার রাতে কোতোয়ালি থানার এস আই উত্তম কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নগরীর নিজ বাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, আটক তৌফিকুর রহমান মহানগর জামাতের শ্রম বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজো হয়। মামলা নং- ৭৭। জানা যায়, অধ্যক্ষ তৌফিকুর রহমানকে হালুয়াঘাট ধারা কলেজ থেকে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে সাময়িক বহিস্কৃত করা হয়। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এদিকে আটকের ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মো: মারফত আলী জানান, তৌফিকুর রহমান নালিতাবাড়ীর বাগিচাপুর গ্রামেদ মৃত আজিজুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে ভাংচুর আর নাশকতার মামলা রয়েছে কোতোয়ালি থানায়। তাকে আটক করে কারাগারে পাঠানোর কথাও জানান তিনি।