সম্পদের ভাগ নিয়ে পিতার আঙ্গুল কাটল সন্তান
প্রকাশিতঃ ৫:১০ অপরাহ্ণ | জুন ০২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০০ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে নিজ পিতার হাতের ৪টি আঙ্গুল কুপিয়ে কেটে দিয়েছে সন্তান মোফাজ্জল হোসেন।
জানা যায়, ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে শুক্রবার বিকালে পিতা আলতাব হোসেনের সাথে সম্পদের বন্টন নিয়ে কথা কাটাকাটি হয় নিজ সন্তান মোফাজ্জল হোসেনের (৩৫)। কথা কাটাকাটির একপর্যায়ে মোফাজ্জল হোসেন তার পিতা আলতাব হোসেনের হাতের ৪ টি আঙ্গুল কুপিয়ে কেটে ফেলে।
এ ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ বখাটে সন্তান মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকার লোকজন এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে মোফাজ্জলের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেছেন।