এসকে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু
প্রকাশিতঃ ৫:০৯ অপরাহ্ণ | জুন ০৬, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৪৯ বার

স্টাফ রিপোর্টারঃ করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে কামরুল হুদা শাকের নামে এক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৬জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল হুদা শাকের জেলার ত্রিশাল উপজেলার ধলা আর্দশ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মশিউল আলম। তিনি বলেন, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গতকাল (৫ জুন) রাতে তাকে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।