আজ শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

হালুয়াঘাটের বৃক্ষ প্রেমিক মাজহারুল

প্রকাশিতঃ ৩:০১ অপরাহ্ণ | মে ৩১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৮৭ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট। রয়েছে লাল ক্ষারীয় মাটির গারো পাহাড়। যেখানে কোন ফসল বা ফলজ বৃক্ষ উৎপাদনের কথা চিন্তাই করা যায়না সেই পাহাড়ের ক্ষারীয় লাল মাটিতে চাষ করেছেন এলাচি বাগান। এলাচি এখন কৃষক মাঝহারুলের স্বপ্ন নয়। বাস্তব হয়ে দাড়িয়েছে। কয়েকশত এলাচি গাছ রোপন করে তার গড়ে ওঠা এলাচি গাছের বাগান কৃষি বিভাগ সহ সকলকেই লাগিয়েছে চমক। সরেজমিনে হালুয়াঘাটের ১ নং ভুবনকুড়া ইউনিয়নের কড়ইতলীর কোচ পাড়ায় এই বৃক্ষ প্রেমিক চাষী মাজহারুলের এলাচি বাগান পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, চাষী মাঝহারুলের এলাচি বাগানের পাশাপাশি শত জাতের ফলজ বৃক্ষের সমাহার। একই সাথে তিনি গারো পাহাড়ের ভিতর সৌদিয়ান জাতের খেজুরও চাষ করেছেন।  শুধু সৌদিয়ান খেজুর নয়, কমলা ও মাল্টার পাশাপাশি মোট আড়াই একর জমির উপড় প্রাথমিক উদ্যোগ সরুপ চাষ করেছেন ড্রাগন, এলাচি, সফেদা,বিভিন্ন প্রজাতির আম, তেতুল, আপেল, আঙ্গুর, আমলকি, পেয়ারা। ২০১২ সালে হাতে নিয়েছিলেন ব্যাতিক্রমধর্মী এই খামার করার। আর ধীরে ধীরে তা এগিয়ে নিয়ে  চলেছেন। ইতিমধ্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার পদাচরণ ঘটেছে এই ব্যাতিক্রমধর্মী চাষকৃত খামারীর বাগানে। গত ১৪ ডিসেম্বর উক্ত খামারির বাগান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অমিতাভ দাস সহ হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমেদ। সেইসাথে কৃষক মাজহারুল ইসলামের ব্যাতিক্রমধর্মী উদ্যোগের সফলতায় এলাকায় পড়েছে ব্যাপক সাড়া। মোট ২ একর ৫০ শতাংশ জমির উপর হাতে নেওয়া উক্ত কৃষকের স্বপ্ন তা আদৌ সফল হবে কিনা এ নিয়ে গতকাল মঙ্গলবার  সরেজমিনে পরিদর্শনে গিয়ে কথা হয় চাষী মাজহারুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন সমপূর্ন ব্যাতিক্রমধর্মী কিছু উদ্যোগের কথা। যা বাস্তবায়ন করতে তিনি রয়েছেন বদ্ধ পরিকর। তিনি জানান এখানকার মাটি এলাচি চাষের জন্য উপযোগী। কৃষি বিভাগও বলছে একই কথা। হালুয়াঘাট কৃষি অফিসের কর্মকর্তা সুলতান আহমেদ জানান, চাষী মাঝহারুল একজন বৃক্ষ প্রেমিক মানুষ। সে তার নিজস্ব মেধা ও বুদ্ধি খাটিয়েই এইসব বাগান গড়ে তুলেছেন। চাষী জানান, ছোটকাল থেকেই গাছের প্রতি তার আলাদা নেশা ছিল। এছাড়া সৌদি আরব সহ বিভিন্ন দেশেও তিনি গিয়েছেন। সেখান থেকেই অনুপ্রাণীত হয়ে এই উদ্যোগ নিয়েছেন। তার বিশ্বাস তিনি সফল হবেন। গাছের বিষয়ে একাডেমিক কোন দক্ষতা অর্জন করেননি তিনি। সম্পূর্ণ নিজের মেধাতেই খামার গড়ে তুলতে চান এই কৃষক। এই বিষয়ে হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, আমরা ইতিমধ্যে চাষী মাজহারুলের খামার পরিদর্শন করেছি এবং তাকে সহযোগিতা করে চলছি। এলাচি  চাষের সফলতা আসবে কিনা এমন প্রশ্নে এই কৃষি কর্মকর্তা বলেন, এখানেও এলাচি চাষে সফল হবার সম্ভাবনা রয়েছে। এখানকার মাটিও উপযোগী।

 

 

Shares