হালুয়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ৫:৫৬ অপরাহ্ণ | মে ২৬, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৩৯ বার

ওমর ফারুক সুমনঃ আজ বৃহস্পতিবার বিকেল দেড়টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বাড়ুইগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে তাহেরা জান্নাত বুশরা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শিশুটি ফুলপুরের ধনারভিটা গ্রাম থেকে হালুয়াঘাট উপজেলায় নানার বাড়ীতে বেড়াতে এসে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে পানি থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশু বুশরার পরিবারে নেমে আসে শোকের ছায়া।