বাউফলে নতুন করে এক শিক্ষক নেতা করোনা আক্রান্ত
প্রকাশিতঃ ১:৪৫ অপরাহ্ণ | জুন ০৫, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৪১ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নতুন করে পঞ্চাশার্ধ আরো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। মদনপুরা ইউনিয়নের রামলক্ষন গ্রামে তাঁর বাড়ী। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে বরিশাল শেরে ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত তাঁর স্ত্রী নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে বৃহস্পতিবার রাতে পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়। এরপর তিনি বরিশালের বাসাই আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন।
উল্লেখ্য, উপজেলায় এর আগে মোট ১৩ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিল । তাঁদের মধ্যে ১১ ব্যক্তি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। আর ১ ব্যক্তি বরিশাল শেরে ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে আক্রান্ত ১ ব্যক্তি হোম আইসোলেশনে চিকিৎসা সেবা গ্রহন করছেন।