বাউফলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ। আহত ১০
প্রকাশিতঃ ৭:২৬ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩২৫ বার

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০ টায় কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,কেশবপুর গ্রামের মোঃ রুহুল আমিন আকনের সঙ্গে একই গ্রামের মোঃ ফিরোজ হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ৪ মাস আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রুহুল আমিনের ভাইয়ের ছেলে রিয়াজ আকন বাদী হয়ে পটুয়াখালী আদালতে ফৌজধারী মামলা দায়ের করেন। পরে স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন বোনা ও গন্যমান্য ব্যক্তিরা সালিশ করে উভয় পক্ষের কাগজপত্র দেখে বিরোধপূর্ন জমি রোয়দাদ নামা করে রুহুল আমিন আকনকে ভোগ দখল বুঝিয়ে দেন। রোয়দাদ নামা আনুসারে আজ শুক্রবার সকালে ওই জমির বাগানে রিয়াজের স্ত্রী গাছের ঝড়ে পড়া পাতা কুড়াতে গেলে ফিরোজ হাওলাদারের স্ত্রী ইয়াসমিন(৫০)বাধা দেন। পরে ফিরোজ হওলাদারের ভাই ছালাম হওলাদারের ছেলে সোহেল এসে ছালমা বেগমকে লাঠিসোটা দিয়ে পিটয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন এসে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রিয়াজ আকন(৩৮) ও তার চাচা রুহুল আমিন,চাচী শাহীনুর বেগম(৪২),ভাবী জাহানারা বেগম,চাচাতো বেন রাইসা আমিন সুমাইয়া, ফিরোজ হওলাদারের স্ত্রী ইয়াসমীন(৫০),মেয়ে হাবিবা(২২) ও হাফিজা(১৫),ভাইয়ের ছেলে সোহেল(৩৭) গুরুতর আহত হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।