হালুয়াঘাট পৌরসভার নতুন অর্থবছরে ২১ কোটি টাকার বাজেট পেশ
প্রকাশিতঃ ৪:৫৩ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৪৩ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাট পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরে প্রায় ২১ কোটি টাকার বাজেট পেশ হয়েছে।১ জুলাই সোমবার হালুয়াঘাট উপজেলা চত্বর প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে সাংবাদিক সম্মেলন করে নতুন অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌর মেয়র খাইরুল আলম ভুঞা খুররম।বাজেট সহযোগীতায় ছিলেন পৌর সচিব মোঃ আব্দুল ওয়াদুদ ও হিসাবরক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। নতুন অর্থ বছরের মোট বাজেট নির্ধারন করা হয়েছে ২০ কোটি ৫৪ লক্ষ ৪৮ হাজার ৯ শত ৭১ টাকা, মোট ব্যয় ১৯ কোটি ১৩ লক্ষ ২০ হাজার টাকা। স্থিতি ১ কোটি ৪১ লক্ষ ২৮ হাজার ৯ শত ৭১ টাকা। সর্বোচ্চ বাজেট ধরা হয়েছে রাস্তা নির্মাণ , মেরামত ও সংস্কারে ৭ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মিষ্টার জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, ওসি বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।###