আজ সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

হালুয়াঘাটে হানিফ ও আজগরসহ ফের বিএনপি’র ৮৮ জন নেতা কর্মীর নামে মামলা

প্রকাশিতঃ ৮:২২ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২,০৬৮ বার

ওমর ফারুক সুমনঃ হালুয়াঘাটে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ৬ নভেম্বর রাতে আরও ৮৮ জন নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে পৃথক পৃথকভাবে আরও দুটি মামলা দায়ের করেন। এ নিয়ে গত দুইদিনে ১৭৮ জন নেতা কর্মীর নামে মোট ৪ (চার) টি মামলা রুজো করে হালুয়াঘাট থানা পুলিশ। মামলার এজাহার সুত্রে জানা যায়, নতুন দুই মামলার প্রধান আসামী হলেন, উপজেলা বিএনপি’র দুই যুগ্ন আহবায়ক আলী আজগর (৫৬) ও হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ (৫৬)। হানিফ গ্রুপের আসামীরা হলেন ঔটির সাবজাল খান (৫০), দড়িনগুয়ার আবু জোবায়ের খোকন(৫০), ঔটির হেলু খান (৫৮), আতুয়াজঙ্গলের আবুল কালাম নবী (৫০), মাসুদ রানা (৩৫) ও কছিম উদ্দিন (৪২), দড়িনগুয়ার খোকন মাষ্টার (৪৮), নিশ্চিন্তপুরের আজিম উদ্দিন (৫৫), ফরিদ মিয়া (৪২) ও রাইসুল (২৮), বিলডোরার মোফাজ্জল হোসেন (৫৫), কাজিয়াকান্দার আব্দুস ছালাম (৫৫), বিলডোরার এবিএম কাজল মিয়া (৪২) ও মজিবর রহমান্ন (৪২), বনগ্রামের কামাল (৩৮) ও রুকন উদ্দিন (৩৮), চুপিনগরের আব্দুল গফুর মিয়া (৪৫), শাকুয়ায়ের আবুল হালিম ওরফে হাসি মেম্বার (৩৫) ও আনসার বেগ (৪৮), কৃষ্ণনগরের আব্দুল গনি (৪৫), ফনিয়ার আব্দুল গফুর (৫৮), বাট্টা নয়াপাড়ার কাজী বদরোদ্দোজা ইমন (৪০) ও আলহাজ্ব জহিরুল ইসলাম দুদু (৪৫), কৃষ্ণনগরের আলাল উদ্দিন (৪২), জৈনাটির ইব্রাহিম খান (৩৫), বাড়িয়াকান্দার মজিবর রহমান (৫০), শাকনাইটের জালাল মেম্বার (৫০), বাট্টা নয়াপাড়ার জৈন উদ্দিন (৩৫), বালিজুড়ির আব্দুল মজিদ, সাতকাহনিয়ার শাহাব উদ্দিন মাষ্টার (৪৮), কুমুরিয়ার লিটন (৫০), গোপীনগরের হারুন অর রশিদ (৪৮), বাঘমার জুলমত আলী (৪০), কিসমত নড়াইলের সৈয়দ আলী (৩৮), পূর্ব নড়াইলের কাজী কালাম (৪৭), মধ্য কাওয়ালীজানের তাইজ উদ্দিন ফকির (৪০), কুমুরিয়ার মোস্তাক আলম রুবেল (৪৮), এম এল ডাক্তার (৪৫) ও লাইট মিয়া (৪৫), গোপীনগরের হারুন মিয়া (৪৫), বটগাছিয়াকান্দার শেক চান (৫০), বাঘমার মিয়া হোসেন (৫২), গাতীর আব্দুল মান্নান মানু (৫৫), চুয়ান্ন হাজারের নাইমুর রহমান নাহিদ (২৫) ও মনির হোসেন (৪০), মাঝিয়ালের আব্দুল্লা আল মামুন (২৭)। অজ্ঞাত ২০/২৫ জন। আলী আজগর গ্রুপের আসামীরা হলেন উত্তর বাজারের মাইন উদ্দিন বাবুল (৫৫), উজ্জ্বল মিয়া (২৩), শুটকী মহালের আজীজুল হক (৩৮), পূর্ব হালুয়াঘাটের এমদাদ হোসেন (৩৮), উত্তর বাজারের নাজমুল (৩৫), কাউসার (৪৮) ও জয়নাল আবেদিন (৫২), মনিকুড়ার মোশারফ হোসেন (৪০), বাট্টা নয়াপাড়ার জহিরুল ইসলাম (৫৬), কৃষ্ণ নগরের আব্দুল গনি মুন্সী (৪৮), সাংগার পাড়ার আব্দুস ছালাম (৪০), মুজাখালীর আলিমুল (২৮) ও আল আমিন (৪০), বেতকুড়ির জয়নাল আবেদিন (৫০), বাঘাইতলার হাফিজ উদ্দিন (৪৫), জামগড়ার আক্কাস আলী (৩৮), ভোবনকুড়ার ইসমাইল হোসেন (৪৫), মহিষলেটির আতাউর (৪২), মাজরাকুড়ার বাদশা মেম্বার (৫৫), লক্ষীকুড়ার নবী হোসেন (৪০), কুমার গাতির আবু হানিফ (৪৮), খন্ডকপাড়ার আলী আশ্রাফ (৪৫), মনিকুড়ার নুর মোহাম্মদ (৪৫), পূর্ব গোবড়াকুড়ার মন্নাছ আলী (৫০), প্রঃ গোবড়াকুড়ার নুর উদ্দিন ভুইয়া (৫৫), বালিচান্দার মনির হোসেন (৩৫), প্রঃ গোবড়াকুড়ার ইছহাক মিয়া (৩০), বিড়ইডাকুনীর আবু রায়হান (৪৫), কালিয়ানীকান্দার হাবিবুর রহমান (৪৫), পূর্ব কালিয়ানীকান্দার আমিনুল ইসলাম (৪৫), প্রঃ কালিয়ানীকান্দার আব্দুস সাত্তার (৫৫), আকনপাড়ার হামিদুর রহমান (৫৫), গাজির ভিটার কছিম উদ্দিন (৫৫), প্রঃ সমনিয়াপাড়ার দেলোয়ার হোসেন মন্ডল (৪০), পূর্ব সমনিয়াপাড়ার মোশারফ হোসেন (৫৫), সুর্যপুরের আব্দুর রাজ্জাক (৫৫), শিমুল কুচির আবুল কাশেম মুন্সী (৫২), গাবড়াখালীর শাহ জাহান মিয়া (৪৫), সুর্যপুরের সারোয়ার আলম (৪৫), ভালুকাকুড়ার কারী আব্দুল মোতালেব (৫৮)। অজ্ঞাত ২৫/৩০ জন।

Shares