হালুয়াঘাটে বিএসএফ’ র গুলিতে কৃষক আহত
প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৮৩ বার

ওমর ফারুক সুমন: ময়মনসিংহের হালুয়াঘাটে বিএসএফ এর গুলিতে মোফাজ্জল হোসেন (২৫) নামের এক বাংলাদেশী কৃষক আহত হয়েছেন। সোমবার দুপুরে বান্দরঘাটা সীমান্তে এ ঘটনাটি ঘটে। আহত মোফাজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। হালুয়াঘাট থানার সেকেন্ড অফিসার খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে হালুয়াঘাটের বান্দরঘাটা সীমান্তে গরু চড়াতে যায় স্থানীয় কৃষক মোফাজ্জল। দুপুরে কৃষক মোফাজ্জল সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফ তাকে গুলি করলে কোমড়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।