আজ বুধবার , ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

হালুয়াঘাটে অটো রিক্সার চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু হালুয়াঘাটে ট্রলির চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র মুক্তির দাবীতে মিছিল বাউফলে অবরোধ কর্মসুচী পালন বাউফলে অবরোধ কর্মসুচী পালন ১৮০ বোতল ভারতীয় মদ আটক করল হালুয়াঘাট থানা পুলিশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদকে হালুয়াঘাটে সংবর্ধনা কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সংখ্যালঘু নারীকে নির্যাতন,সংবাদ সম্মেলনে মামলা না নেওয়ার অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মুক্তাগাছায় সেকান্দর হত্যায় আটক দুই ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি আওয়ামিলীগ নেতা গোপাল সরকারকে প্রেসক্লাবের সংবর্ধনা

বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ২:৪২ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬ বার

ময়মনসিংহের হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’তালা ভবনের একটি কক্ষ থেকে ঐ বিদ্যালয়ের নৈশ প্রহরী রিপন চন্দ্র হুড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল হালুয়াঘাট থানা পুলিশ। তিনদিন বিদ্যালয় বন্ধ থাকার পর সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলে দেখতে পান একটি ফ্যানের সাথে ঝুলছে দপ্তরি রিপনের মৃতদেহ। পরে শিক্ষকরা টের পেয়ে পুলিশকে অবগত করলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মমেক হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর যাবত নৈশ প্রহরী পদে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে আসছে রিপন। এরই মধ্যে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়ে। প্রচন্ড ঋণগ্রস্তের চাপ থেকে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারনা করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানান, গত শুক্র শনি এবং ররি তিনদিন বিদ্যালয় বন্ধ ছিল। তাছাড়া রবিবারদিন পুজার বন্ধ থাকায় তার সাথেও আর যোগাযোগ হয়নি। সোমবার সকালে শিক্ষার্থীরা নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে শিক্ষকদের জানান। প্রধান শিক্ষক বলেন, প্রচুর ঋণগ্রস্ত ছিল। লক্ষ লক্ষ টাকার ঋণের চাপ সইতে না পেরে হতাশাগ্রস্ত ছিল রিপন। এ নিয়ে অনেক সময় সালিশিও হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন,নৈশ প্রহরীর লাশ উদ্ধারের ঘটনায় হালুয়াঘাট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ###

Shares