বরগুনার তালতলীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক সোবহান গ্রেফতার
প্রকাশিতঃ ৮:০৩ অপরাহ্ণ | অক্টোবর ০২, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৯ বার

সাইফুল ইসলাম জুলহাস বরগুনা প্রতিনিধি-বরগুনার তালতলী উপজেলা ফকিরহাট বাজারে আব্দুস সোবাহান (৭০) নামের ব্যাক্তির ৫ম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ফাঁস করায় ধর্ষকের স্বজনদের হাতে নির্যাতনের শিকার হয়েছে শাকিল (১৭) নামের এক কিশোর।গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ দিন মজুর কালামের শিশু কন্যা (৮) ফকিরহাট বাজারে বিকালে সওদা নিতে এলে মুদি দোকানদার আব্দুস সোবাহান শিশুটি জোরপূর্বক ধর্ষন করে।শিশুটির চিৎকার শুনে শাকিল নামের কিশোর এগিয়ে এলে সোবাহান কিশোরটি ঘটনা কাউকে না বলার জন্য বলে।বৃহস্পতিবার সন্ধায় শাকিল ফকিরহাট বাজারে লোকজনের নিকট ঘটনাটি প্রকাশ করলে ধর্ষক সোবাহান ও তার স্বজনরা শাকিলের উপর হামলা করে। গুরুত্বর আহতবস্হায় শাকিলকে বৃহস্পতিবার রাতেই বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান,রাতেই থানায় শিশুটির বাবা অভিযোগ করে। তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটি পরীক্ষার জন্য আজ শুক্রবার বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন।