বাউফলে অবরোধ কর্মসুচী পালন
প্রকাশিতঃ ৮:১১ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১০ বার
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিএনপির কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ২টায় বাউফল-বরিশাল মহাসড়কের বিলবিলাস বাজারের পশ্চিম পাশের সড়কে বাউফল পৌরছাত্রদলের উদ্দোগে ছাত্রদলের কর্মীরা রাস্তায় টায়ার ও গাছের গুড়িতে অগ্নিসংযোগ করে এ কর্মসুচী পালন করে। ওই সময়ে মহাসড়কটিতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভাগীয় জেলা শহর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীন রুটের সকল যান বাহন চলাচলে বিঘœ ঘটে। পৌরছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, এ সরকারের পদত্যাগের একদফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। এছাড়া পরবর্তীত কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচী আমরা পালন করব।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম আরিচুল হক বলেন, পুলিশ যাওয়ার আগেই বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তারা ফটোসেশন করার জন্য স্বল্প সময়ের মধ্যে এই ঘটনা ঘটিয়ে চলে যায়।