আজ রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

নয়াবিল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, ডিসির কাছে অভিযোগ

প্রকাশিতঃ ৮:০৫ অপরাহ্ণ | জুলাই ০১, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৮৩ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ী:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শওকত সাইদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য অনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ম্যানেজিং কমিটির ৫ জন ছাত্র অভিভাবক সদস্য গত ২৭ জুন জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

ম্যানেজিং কমিটির ছাত্র অভিভাবক সদস্য ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে গোপনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহম্মেদের ছোট ভাই মনির হোসেনকে ৫ লাখ টাকার বিনিময়ে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক৷ এদিকে একইদিন নৈশপ্রহরী পদে আনিসুর রহমান আনিসকে নিয়োগের বিনিময়ে তাঁর বড় ভাই অধ্যাপক মিজানুর রহমানের কাছ থেকে চেকের মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা নেওয়া হয়। এছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি শওকত সাঈদের ফুফাতো ভাই আব্দুল্লহ আল মামুনের নামে আনিসের পিতার ২০ শতাংশ আবাদি জমিও লিখে দিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে নিয়োগের রেজুলেশনে সাইফুল ইসলাম নামে এক ছাত্র অভিভাবকের স্বাক্ষর জাল করারও অভিযোগ রয়েছে।

এদিকে গত ২৬ জুন শেরপুরের ভিক্টোরিয়া একাডেমীতে সহকারী প্রধান শিক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী পদে গোপনে নিয়োগ হবে বলে জানতে পারেন ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্যরা৷ পরে ওই নিয়োগ বাতিল ও বন্ধ চেয়ে ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন ম্যানেজিং কমিটির সদস্যরা। তবে নির্ধারিত দিনেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় নিয়োগ পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, শাহীন আল মামুন, মোঃ আমানত ও রয়না বেগমসহ ৫ জন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। এসময় পুলিশের মাধ্যমে তাঁদের বের করে দেয় ডিজি প্রতিনিধি ও ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক জুনায়েদ সাইদ।

পরে গত ২৭ জুন এনিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবক সদস্যরা। এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়।

অভিভাবক সদস্য সাইফুল বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়েই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি গোপনে নিয়োগ বাণিজ্য করে আসছে। এর আগের দুইটা নিয়োগে আমার স্বাক্ষরও নকল করেছিল।

আরেক অভিভাবক সদস্য শাহীন আল মামুন বলেন, গোপনে নিয়োগ হবে জানতে পেরে আমরা তা বন্ধে শিক্ষাবোর্ডে লিখিত অভিযোগ করেছিলাম৷ তবুও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য কিরছেন। আমরা এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি শওকত সাইদ বলেন, আমি এলাকার বাইরে আছি৷ নালিতাবাড়ী এসে এনিয়ে কথা বলবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির বলেন, একটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। এটি পর্যালোচনা করে দেখছি।

Shares