ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ ১০:৫২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৭৫ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ীঃ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ডাকুরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের পর দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
জোনাকি বেগম উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড়া গ্রামের আলেক জামালের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে চেঙ্গুরীয়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে জোনাকী বেগমের পার্শবর্তী ডাকুরপাড় গ্রামের আলেক জামাল (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘরে চার বছর ও দুই মাস বয়সী দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত ৬ আগস্ট জোনাকী সন্তান প্রসবকালীন সময় কাটিয়ে স্বামীর বাড়ি আসেন। আজ (বুধবার) সকালে জোনাকীর বসত ঘরের মাচার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
জোনাকীর বড় বোন জেসমিন জানান, স্বামীর পরিবারের লোকজন তার বোনকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।