রামচন্দ্রকূড়া উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন
প্রকাশিতঃ ৮:৩৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২১, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৪১ বার

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকূড়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলীল, সহকারী শিক্ষক আবুল কাশেম, ওমর ফারুক সুমন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাহানাজ পারভীন, জাকির হোসেন, আলমগীর হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় পিটিএ সভাপতি সাইফুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক সাজাহানসহ স্থানীয়রাও শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন। পরে শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়।