নালিতাবাড়ী প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক
প্রকাশিতঃ ৭:৪২ অপরাহ্ণ | মে ১২, ২০২২ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৮ বার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ীতে মানসিক প্রতিবন্ধী এক কন্যাশিশু (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল ওয়াদুদ ওরফে দুদাকে (৫৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) বেলা এগারোটার দিকে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কাউয়াকুড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানসিক প্রতিবন্ধী ওই কন্যাশিশুর প্রতিবেশি এবং সম্পর্কে নানা আব্দুল ওয়াদুদ ওরফে দুদা বাড়ি খালি পেয়ে প্রতিবন্ধী শিশু ওই নাতির ঘরে যান এবং ঘুমন্ত নাতির পড়নের কাপড় খোলে ধর্ষণের চেষ্টা করতে থাকেন। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে এবং ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।