হালুয়াঘাটে সংখ্যালঘূ পরিবারের ৭ম শ্রেণীর শিক্ষার্থী অপহরনের ঘটনায় মামলা
প্রকাশিতঃ ৮:৩৪ অপরাহ্ণ | জুলাই ০৩, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৩৭ বার

স্টাফ রিপোর্টারঃ ৩ জুলাই মঙ্গলবার হালুয়াঘাট উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নের কৈলাটি গ্রামের সংখ্যালঘূ পরিবারের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে চারজনকে এজাহার নামীয় আসামী করে হালুয়াঘাট থানায় অপহরণ মামলা রুজো হয়েছে। আসামীরা হলেন কৈলাটি গ্রামের ফরহাদ মন্ডল (২১), সাদ্দাম (২২), মোশারফ (২০), রাশেদ (৩২)। সাথে অজ্ঞাতনামা আসামীও রয়েছে। ঘটনাটি ঘটে গত ৩০ জুন তারিখে বিকাল আনুমানিক ৫ টার দিকে।সুত্রে জানা যায়, অপহরনকৃত শিক্ষার্থী ধোবাউড়া থানাধীন গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার দিন বিকালে কিশোরী তার ফুফুর বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা ফরহাদ মন্ডল তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকেই অদ্যাবধি পর্যন্ত ঐ কিশোরী নিঁখোজ রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থলে তদন্তে যান এবং আসামী গ্রেফতারের জোর চেষ্টা চালান। জানতে চাইলে ‘অসি’ জাহাঙ্গীর আলম বলেন, আমি আসামী গ্রেফতারের জন্যে জোড়ালো অভিযান চালাচ্ছি। আশা করছি অনতি বিলম্বে গ্রেফতার করতে পারবো।###