সময়ের সাথে- শিখা গুহ রায়
প্রকাশিতঃ ৮:০৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০১৯ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০৩ বার

সময়ের সাথে অতীতের
কিছু স্মৃতি মাঝে মাঝে মনকে চঞ্চল করে
অনুপ্রেরণা এনে দেয়, মনের রাজ্যজয়ে।
মনের মধ্যে কোন ইচ্ছে হলেও
পুষে রাখি পিঞ্জিরায়
অজান্তেই তাকে গলা চিপে
মেরে পেলা হয় অনিচ্ছাকৃত ।
কোনদিন তাকে বাস্তবে রুপান্তরিত
হতে দেওয়া হয় না
কারন সমকে দেখা যায়
বুঝাযায়না তবুও বুঝে নিতে হয় নিজ প্রোয়োজনে।
কোন একদিন ভেবেছিলাম
কবিতা লিখবো! চেষ্টাও করেছি বার বার
কিন্তু ব্যবস্তা আমাকে অবসর দেইনি কখনো
তবে সময় শিখিয়ে দিয়েছে, কিভাবে কি করতে হয়।
মাঝে মাঝে চেনা মানুষকেও অচেনা মনে হয়
সময় অসময়ে,মুখ আর মুখোষের আড়ালে
যতো দূরেই থাকো ভালো থেকো
মাঝে মাঝে মনে পড়লে
স্মৃতিময় ছবি গুলো খুলে খুলে দেখো
মনকে শান্তনা দিও এই ভেবে।
কিছু সময় মনের অজান্তে
নদীর স্রোতের মতই অবিরত বয়ে চলে
তাকে বেধে রাখতে চাইলেই বাঁধা যায় না।