ময়মনসিংহ বিভাগে আরও পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত
প্রকাশিতঃ ১০:৩৯ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০২০ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩১৯ বার

ওমর ফারুক সুমনঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত সন্দেহে ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে এ আক্রান্ত ধরা পড়ে বলে জানান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন সাহা। আক্রান্তদের মাঝে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একজন, জামালপুরের বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলার দুইজন এবং শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতির দুইজন বলে জানা গেছে। এর আগে পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে দুজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা সাতজনে দাড়ালো।