আজ শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

৬১০৮ ভোটের ব্যবধানে হামিদ বিজয়ী। শেখ রাসেল ও মনোয়ারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রবীণে প্রবীণে লড়াই এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির

নালিতাবাড়ী কৃষি কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ১:০৮ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১২৩ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ী: সরকারের অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও মানহীন-ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক কীটনাশক ব্যবসায়ীকে শোকজের জেরে উপজেলা কৃষি কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা।
রোববার (৯ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নালিতাবাড়ী ইউনিট এবং বাংলাদেশ বিএডিসি বীজ ও সার এসোসিয়েশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নালিতাবাড়ী ইউনিট এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পরিচালক নূর মোহাম্মদ, বাংলাদেশ বিএডিসি বীজ ও সার এসোসিয়েশন এর সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আমিন আল মামুনসহ সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নালিতাবাড়ী ইউনিট এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
এসময় তিনি বলেন, মেসার্স সাহা ট্রেডার্স সরকারের নিয়ম-নীতি না মেনে নিম্নমানের এবং অনুমোদনহীন এমনকি মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বীজ, কীটনাশক ইত্যাদি বিক্রি করে থাকে। অপেক্ষাকৃত কম মূল্যে পেয়ে তা কিনে কৃষকরা প্রতারিত হন। নালিতাবাড়ী খাদ্য উদ্বৃত্ত উপজেলা হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা কৃষকের স্বার্থে ভালো মানের কৃষি উপকরণ বিক্রির পক্ষে। সাহা ট্রেডার্স যা করছে তা অন্যায়। তাদের এ অন্যায়ের কারণে শোকজ করায় উল্টো কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আমরা এ স্ট্যান্ড রিলিজ স্থগিত চেয়ে ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছি।
এসময় প্রেসক্লাবের উর্ধতন পরিষদ কর্মকর্তা সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আবদুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দফায় দফায় সতর্ক করার পরও অনুমোদনহীন কীটনাশক (মাইক্রোভিট ৮০ ডব্লিউ পি.) বিক্রির অপরাধে ভেজালবিরোধী অভিযানে মেসার্স সাহা ট্রেডার্সকে গত ৩০ মার্চ শোকজ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর। পরে বিষয়টি সমাধানে অনৈতিক প্রস্তাবসহ নানা কৌশলে ব্যর্থ হলে পরিবেশক এর পক্ষে রাজিব এগ্রো ক্যামিকেলস এর সিইও আবদুস সালাম উপজেলা কৃষি কর্মকর্তাকে মোবাইল ফোনে গত ৩ এপ্রিল বদলির হুমকী দেন বলে অভিযোগ রয়েছে। ৪ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের রাঙামাটি জেলার বরকল উপজেলায় তাৎক্ষণিক বদলির আদেশ হয়। এ নিয়ে স্থানীয় কৃষক থেকে সব মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

Shares