হালুয়াঘাটে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র্যালী ও সমাবেশ
প্রকাশিতঃ ২:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২০ বার

ওমর ফারুক সুমনঃ গতকাল বৃহস্পতিবার ছিল ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাবের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে মাইজভান্ডারী চট্টগ্রাম ও যুব পরিষদের উদ্যোগে ব্যাপকভাবে পালন করা হয় দিনটিকে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য চট্টগ্রাম মাইজভান্ডারি ও যুব পরিষদের সমন্বয়ে টিকুরিয়া গাওসুল আজম মাইজ ভান্ডারি মাদ্রাসার মাঠে সমাগম ঘটে কয়েক হাজার নবী প্রেমিক মানুষের।এর আগে শুভ শুভ শুভদিন, ইয়া নবীজীর জন্মদিন এই স্লোগানে হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার হইতে ধারার টিকুরিয়া পর্যন্ত বিশাল এক র্যা লি অনুষ্ঠিত হয়।র্যা লিতে ময়মনসিংহ চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি জেলা থেকে গাড়ির বহর নিয়ে হাজারো মাইজভান্ডারির ভক্তরা অংশ নেয়।র্যা লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাইজভান্ডারি পরিষদের মুখপাত্র মাওলানা শাহ সুফী সৈয়দ ইকবাল ফজল।ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জানতে চাইলে টিকুরিয়া গাওসুল আজম মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল জানান, নবী প্রেম থেকে যেন বিচ্যুতি হয়ে না যায় এমন লক্ষ্য দিয়ে টিকুরিয়া নামক স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে গাওসুল আজম মাদ্রাসা। প্রতি বছর এই দিনে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী দিবসটি পালন করা হয়।