মুক্তাগাছার মন্ডার দোকানে দেড় লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ ৯:৩২ পূর্বাহ্ণ | জুলাই ০৭, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪২ বার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মন্ডা তৈরি করার অভিযোগে দেড় লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, কারখানার ভিতরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা মন্ডা তৈরির কাজ করছে। এ ছাড়া ভ্যাট ফাঁকি দেওয়া, ক্রেতাদের রসিদ না দেওয়া, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দাম আদায়, মুসকের চালান না দেওয়ার মতো বিষয়ও আদালতের নজরে আসে।”এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।