আজ বুধবার , ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ |

শিরোনাম

শেরপুরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন হালুয়াঘাটে পৌরসভা নির্বাচনে ১২১৩ ভোটের ব্যবধানে ‘খুররম’ বিজয়ী নগদে হোল্ডিং টেক্স পরিশোধে নালিতাবাড়ীতে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা বাউফলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ। আহত ১০ ভূমিহীন মুক্ত করতে নালিতাবাড়ীতে টাস্কফোর্সের সভা সেঁজুতি মাদার্স ক্লাবের নারী দিবস পালিত পথরোধ করে মারধর, টাকা ছিনতাই পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সার্জেন্ট আহাদ স্বরণে নালিতাবাড়ীতে আলোচনা সভা নালিতাবাড়ীতে চিত্র প্রদর্শনী উদ্ভোধন শেখ হাসিনা দেশের চেহেরা পাল্টে দিয়েছে-মতিয়া চৌধুরী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক স্বরণে দোয়া নকলা প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহবান ঋতুরাজ বসন্ত বরণে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নালিতাবাড়ীতে চুরির অভিযোগে কিশোর নির্যাতন

শেরপুরে হেযবুত তাওহীদের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৮:৫৬ অপরাহ্ণ | মার্চ ১৮, ২০২৩ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৫ বার

মোঃ দৌলত হোসেন নালিতাবাড়ী:
২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার চাষির হাটের পোরকরা গ্রামে একটি ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী, সন্ত্রাসী গোষ্ঠীর মিথ্যা গুজব রটিয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নি সংযোগের ঘটনায় দীর্ঘ ৭ বছরেও বিচারকার্য সম্পন্ন না হওয়ায় ১৮ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেট ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ শেরপুর জেলা শাখার সভাপতি মুমিনুর রহমান পান্নার সভাপতিত্বে এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তাদের ৭ দফা দাবী অনুযায়ী ২০১৬ সালের ১৪ মার্চ সোনাইমুড়ি হত্যাকান্ড, হেযবুত তওহীদের এমামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট এবং প্রকাশ্যে তাদের দুই সদস্যকে জবাই করে হত্যার ঘটনায় জড়িতিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। হামলাকারীদের অনেকের নাম চার্জশীটে আনা হয়নি, তাদের নাম চার্জশীটে অন্তর্ভূত করতে হবে। উগ্রবাদী সন্ত্রাসীদের মিথ্যা হ্যান্ডবিল অপপ্রচার এবং মিথ্যা হ্যান্ড বিল বাজেয়াপ্ত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও তাদের কর্মীদের নানাভাবে নির্যাতন এবং হেযবুত তওহীদ সংগঠনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৭ দফা দাবী উল্লেখ্য করা হয় সংবাদ সম্মেলনে। এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে হেযবুত তওহীদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমান সাদিক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান আলিফ, জেলা রাজনৈতিক সম্পাদক মো. সুমন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আতাউর কবির এনামুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shares